কিশোরগঞ্জের ভৈরবে এক নেতাকে ‘হাইব্রিড’, আরেক নেতাকে ‘রিয়েল’ বিএনপি বলার জেরে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আজ রোববার সকালে ভৈরব পৌর শহরের চন্ডিবের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর হয়। পরে পুলিশ, সেনাসদস্য, উপজেলা ও পৌর বিএনপি নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।