বাংলাদেশ
হালদায় ভেসে উঠলো ১৭ কেজির মরা বিশাল কাতল

শুক্রবার (৭ আগস্ট) হালদা নদীর উত্তর মাদার্শা আমতলী বাজারের পশ্চিম অংশ থেকে এই মা মাছ উদ্ধার করা হয়।
হালদায় মরা কাতল মা মাছ ভেসে উঠতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান উপজেলা প্রশাসনকে খবর দেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ১৭ কেজি ওজনের একটি মরা কাতল মা মাছ উদ্ধার করা হয়। আংশিক পচে যাওয়ায় মা মাছটি মাটি চাপা দেওয়া হয়েছে। শরীরে পচন ধরায় কি কারণে এর মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।