Bhairab News
  1. blog
  2. Photos
  3. Video
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. চাকরি
  8. প্রযুক্তি
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. ভৈরবের খবর
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. স্বাস্থ্য

সুযোগ পেলে বিজয় ভালো করবে: শান্ত

প্রতিবেদক
Bhairab News
June 28, 2025 5:39 pm

গত ২ সপ্তাহে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে সবচেয়ে সমালোচিত ক্রিকেটারদের একজন এনামুল হক বিজয়। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ দুই টেস্টেই বাজে ব্যাটিংয়ে হতাশা উপহার দিয়েছেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল এই ক্রিকেটার। তবে এরপরও তার পক্ষ নিয়েছেন সদ্য সাবেক টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

গল টেস্টের উইকেট দেখে যে কেউ বলতে বাধ্য হবেন, এখানে ব্যাটারদের জন্য রান না করাই ছিল কঠিন কাজ। ব্যাটিং স্বর্গের দুদলের ব্যাটাররাই বেশি বেশি রানের দেখা পেয়েছেন। একমাত্র ব্যর্থ ব্যাটার ছিলেন বিজয়। দুই ইনিংস মিলিয়ে করেন কেবল ৪ রান।

গলের ওই বাজে স্মৃতি কাটিয়ে কলম্বোতে ঘুরে দাঁড়াবেন বিজয়। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এই ধারণা থেকে বিজয়কে আরেকবার সুযোগ দেয়ার পক্ষে সাফাই গেয়েছিলেন। দুই ওপেনার নিয়ে দল ঘোষণা করায় বিজয় সুযোগটা পেয়েও যান। তবে এবারও কাজে লাগাতে পারেননি। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ডাক মারার পর দ্বিতীয় ইনিংসে করেন ১৯ রান। এমন পারফরম্যান্সের পর তো অনেকেই বিজয়ের টেস্ট ক্যারিয়ারের শেষটা দেখে ফেলছেন। তবে সদ্য সাবেক টেস্ট অধিনায়কের বিশ্বাস, ভবিষ্যতে সুযোগ পেলে ঘুরে দাঁড়াতে পারেন বিজয়।

আরও পড়ুন: প্রথম ইনিংসেই হেরে গেছে বাংলাদেশ

কলম্বো টেস্টে হারের পর স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনে প্রশ্ন আসে বিজয়ের টেস্ট দলে অন্তর্ভুক্তির বিষয়ে। প্রশ্নটার জন্য হয়তো একটু প্রস্তুত হয়েই এসেছিলেন শান্ত। পরিসংখ্যানগুলো তাই একদম ঠোঁটের আগায় ছিল। শান্তর মতে, পরিসংখ্যান এবং অভিজ্ঞতা- দুই দিকেই এগিয়ে থাকায় ওপেনিং পজিশনে বিজয়কে না নেয়ার কোনো কারণ থাকতে পারে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজয় ভাইয়ের বিষয়টা আপনি যদি বলেন, ৯ হাজার ফার্স্ট ক্লাস রান, ২৪ টা সেঞ্চুরি, ৪৯ টা ফিফটি। সো এরকম একটা এক্সপেরিয়েন্স খেলোয়াড়কে আমরা কেন দলে নিবো না? তো ওই চিন্তা করেই নেওয়া হয়েছিলো। আমাদের ওপেনাররা অলওয়েজ স্ট্রাগল করছে লাস্ট কয়েক বছর ধরে। জয়, জাকির কিছু কিছু ম্যাচ ভালো করেছে। বাট তারপরে দেখা গেছে যে ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। তাই আমরা এরকম একজন অভিজ্ঞ খেলোয়াড় খুঁজছিলাম যার পেছনে অনেক রান আছে। যে কিনা অভিজ্ঞ একটু এই ফরম্যাটটাতে।’

এবারের সিরিজে ভালো না করতে পারলেও বিজয়কে নিয়ে এখনও আশা দেখেন শান্ত, ‘দুর্ভাগ্যবশত সে ভালো করতে পারেনি, সুযোগ ছিলো। বাট হ্যাঁ, এখন রেজাল্ট সে দিতে পারে নাই দলের জন্য। এটা অবশ্যই হতাশার। কিন্তু, আমি এখনও বিশ্বাস করি যে তার যদি সামনে সুযোগ আসে, অবশ্যই সে ভালো কিছু করবে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শুধু তার উপরেই দোষটা দেয়াটা বোকামি হবে। দল হিসাবে আমরা আসলে এই ম্যাচটা ভালো খেলি নাই।’

Collected

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৩ সেনা নিহত

চীনের এআই ডিপসিকে টালমাটাল মার্কিন প্রতিষ্ঠানগুলো, সতর্কবার্তা বললেন ট্রাম্প

দুর্নীতিতে চ্যাম্পিয়নদের মানুষ আর দেখতে চায় না: চরমোনাই পীর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিন ক্লাবের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

এবারও প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি যেতে পারেন ট্রাম্প

আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে: আসিফ মাহমুদ

দৌলতদিয়ায় জুয়া নিয়ে বিরোধে হত্যা, গ্রেফতার ২

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েক দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা!

লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার