Bhairab News
  1. blog
  2. Photos
  3. Video
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. চাকরি
  8. প্রযুক্তি
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. ভৈরবের খবর
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. স্বাস্থ্য

প্রথম ইনিংসেই হেরে গেছে বাংলাদেশ

প্রতিবেদক
Bhairab News
June 28, 2025 5:36 pm

গলে একটা সময় পর্যন্ত বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখছিল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তের জোড়া সেঞ্চুরির পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিমও। এছাড়া লিটন দাসের ব্যাটও হেসেছিল সেই টেস্টে। মুদ্রার উলটো পিঠ দেখতে বেশি সময় লাগলো না টাইগারদের। চরম ব্যাটিং ব্যর্থতায় কলম্বো টেস্টে ইনিংস ও ৭৮ রানে হারল বাংলাদেশ।

শনিবার (২৮ জুন) কলম্বো টেস্টের চতুর্থ দিনে মাত্র ১৩৩ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৪৭ রানের জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪৫৮ রান করে শ্রীলঙ্কা। তাতে ২১১ রানের লিড পায় লঙ্কানরা।

প্রথম টেস্টের ভালো ব্যাটিং প্রদর্শণীর পর এই টেস্টে এমন হারকে হতাশাজনক মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ‘খুবই হতাশাজনক। আমরা প্রথম ম্যাচটা যেভাবে খেলেছি, এরপর এমন খেলাটা হতাশাজনক। আমরা ভালো খেলিনি।’

আরও পড়ুন: টেস্টের নেতৃত্ব থেকেও সরে দাঁড়ালেন শান্ত

এমন হারের জন্য প্রথম ইনিংসের বাজে ব্যাটিংকে দায়ী করছেন শান্ত। বেশিরভাগ ব্যাটার উইকেট ছুড়ে দিয়ে এসেছেন বলে মনে করেন তিনি, ‘আমাদের এই (ম্যাচেও) সুযোগ ছিল। কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। বিশেষত প্রথম ইনিংসে আমরা যেভাবে ব্যাট করেছি, এটা প্রত্যাশানুযায়ী ছিল না। এটাই আমাদের ম্যাচ হারিয়ে দিয়েছে।’

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়া সঠিক ছিল বলেও জানান এই টেস্টের পর অধিনায়কত্ব ছেড়ে দেয়া শান্ত, ‘আমার এখনো মনে হয় আমাদের আগে ব্যাট করা ঠিক আছে। উইকেট কিছুটা মন্থর ছিল। কিন্তু যেভাবে আমরা আউট হয়েছি, তা ভালো ছিল না। আমরা সব সময় সহজ বিকল্পটা ভেবেছি। প্রথম ইনিংসের ব্যাটিংয়ে অনেক ভুল করেছি।’

Collected

সর্বশেষ - আন্তর্জাতিক