Bhairab News
  1. blog
  2. Photos
  3. Video
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. চাকরি
  8. প্রযুক্তি
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. ভৈরবের খবর
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. স্বাস্থ্য

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কয়েক দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

প্রতিবেদক
Bhairab News
June 28, 2025 5:28 pm

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, অতীতের গণহত্যায় জড়িতদের বিচার ও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোহরাওয়ার্দী উদ্যানে এ মহাসমাবেশ আহ্বান করেছে। এ উপলক্ষে সকাল থেকেই সমাবেশস্থলে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন।

শনিবার (২৮ জুন) দুপুর ২টা থেকে এ সমাবেশের মূলপর্ব শুরু হওয়ার কথা রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে এসব দাবিতে দেশব্যাপী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই আন্দোলনের প্রতি ব্যাপক জনসমর্থন সৃষ্টি হয়েছে।

মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) গতকাল মাঠ পরিদর্শনে এসে জানান, সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকে কয়েক হাজার গাড়ি রিজার্ভ করা হয়েছে। এছাড়া লঞ্চ ও ট্রেনে করে কয়েক লাখ মানুষ সোহরাওয়ার্দী ময়দানে পৌঁছাবেন ইনশাআল্লাহ।

আরও পড়ুন: আওয়ামী লীগ ছেড়ে ইসলামী আন্দোলনে ঝিনাইদহের আলম বিশ্বাস

দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শনিবারের মহাসমাবেশ থেকে আগামী রাজনীতির একটি নতুন বার্তা দেশবাসী পাবে।

সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী এবং পিআর পদ্ধতির পক্ষে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকেই এতে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন।

মহাসমাবেশের কার্যক্রম সকাল ১০টা থেকে শুরু হয়েছে। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। মূলপর্ব শুরু হবে দুপুর ২টা থেকে, যেখানে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

 

Collected

সর্বশেষ - আন্তর্জাতিক