Bhairab News
  1. blog
  2. Photos
  3. Video
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. চাকরি
  8. প্রযুক্তি
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. ভৈরবের খবর
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. স্বাস্থ্য

পঞ্চগড়ে ৩ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমে ১১ ডিগ্রির ঘরে

প্রতিবেদক
Bhairab News
January 18, 2025 5:50 am

শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

এর আগে সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এ দিকে সকাল ১০টা নাগাদ সূর্যের মুখ দেখা মিললেও ছড়াতে পারেনি উত্তাপ। অপরদিকে কনকনে ঠান্ডার তীব্রতা বাড়ায় ব্যস্ততম রাস্তাঘাটে মানুষের উপস্থিতি অনেকটা কম লক্ষ্য করা গেছে; একইসঙ্গে দিনের আলোতে বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলতে দেখা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি আকাশে মেঘ থাকায় কুয়াশার তীব্রতা বেড়েছে। অপরদিকে কনকনে শীতে রাত ও সকালের সময়টিতে বিপাকে পড়েছেন জেলার নিম্নআয়ের সাধারণ মানুষ।

স্থানীয় সোহাগ বলেন, ‘মাঘের শীতের প্রকোপ শুরু হয়েছে জেলাজুড়ে। দিনের তাপমাত্রা খানিকটা বৃদ্ধি পেলেও সন্ধ্যার পর বাড়ে শীতের তীব্রতা।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, ‘শনিবার সকাল ৬টায় ১২ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হলেও তা কমে সকাল ৯টায় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে ঠান্ডা বাতাসের সঙ্গে আকাশে মেঘ থাকায় ঘন কুয়াশা নেমেছে জেলাজুড়ে।

সর্বশেষ - আন্তর্জাতিক