Bhairab News
  1. blog
  2. Photos
  3. Video
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলা
  7. চাকরি
  8. প্রযুক্তি
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. ভৈরবের খবর
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. স্বাস্থ্য

‘কালো জাদু’তে বিশ্বাসী কাজল, জানালেন ভয়ংকর অভিজ্ঞতা!

প্রতিবেদক
Bhairab News
June 28, 2025 5:31 pm

ব্যক্তিগত জীবনে ‘কালো জাদু’তে বিশ্বাস করেন বলিউড অভিনেত্রী কাজল। ভয়ংকর এক অভিজ্ঞতার কারণে কাজল বিশ্বাস রাখেন জ্বীন, পরী, ভূত-প্রেতের অস্তিত্বেও।
ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানান তার ভূত, প্রেত আর কালো জাদুতে বিশ্বাস রয়েছে।

কাজল বলেন,
আমি কখনই প্রথমে এসব বিশ্বাস করতাম না। ভৌতিক কোনো সিনেমাও দেখতাম না। কিন্তু আমার বোন এসবে বিশ্বাস রাখে। ভৌতিক সিনেমাও দেখে। ও যখন কোনো ভৌতিক সিনেমা দেখতো তখন আমি ওকে মজা করে বলতাম, ভয় পেতে চাইলে আমার কাছে আয়, ফ্রিতে ভয় দেখিয়ে দেব। আমার প্রস্তাবে ও অবশ্য কখনও রাজি হয়নি।

কাজল আরও বলেন,

পৃথিবেীতে আসলে এমন অনেক কিছুর অস্তিত্ব রয়েছে যা আমরা দেখতে পাই না। আমার জীবনে ভয়ংকর এক অভিজ্ঞতার কথা বলতে পারি। আমরা একটি পুরনো হাভেলিতে (এক ধরনের ঐতিহ্যবাহী রাজকীয় প্রাসাদ বা বিশাল আকারের বাড়ি) শুটিং করতে গিয়েছিলাম। কলকাতা থেকে কয়েক ঘণ্টার দূরত্ব ছিল প্রাসাদটির। সেখানে পৌঁছানোর পর আমার জানালার দিকে চোখ যায়। আমি দেখি, জানালায় একটি মাথার খুলি পড়ে রয়েছে। আমাদের টিমের কেউ কিন্তু ওই খুলি সেখানে রাখেনি।

এরপর একটু গম্ভীর হয়েই এ অভিনেত্রী বলেন,
এর কিছুক্ষণ পর আমি একটি বাচ্চা মেয়েকে সেখানে দেখতে পাই। হঠাৎ সে আমার কাছে আসে আর বলে, আন্টি আমার কমলালেবুর রস খেতে খুব ভালো লাগে। মেয়েটি বেশভূষা পেত্নীর মত ছিল। পরে ওকে কোথাও সেখানে খুঁজে পাইনি।

আরও পড়ুন: ফের মা হলেন ইলিয়ানা, প্রকাশ্যে আনলেন সন্তানের মুখ

কালো জাদু প্রসঙ্গে কাজল বলেন,
আপনি যদি আলোয় বিশ্বাস করেন, তা হলে আপনাকে অন্ধকারেও বিশ্বাস রাখতে হবে। পৃথিবীতে কখনও কখনও এমন কিছু সময়, মুহূর্ত আসে, যখন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, আপনার চারপাশে কিছু একটা হচ্ছে। কিছু একটা ঠিক নেই চার পাশে।

গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কাজল অভিনীত ভৌতিক সিনেমা ‘মা’। সিনেমায় একজন মা তারে মেয়েকে বাঁচাতে কী কী করতে পারে সে চেষ্টা আর অনুভূতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী কাজল।

সর্বশেষ - আন্তর্জাতিক